
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ৩৫৪ কেন্দ্রে নির্বাচনী ভোটের সামগ্রী প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর থেকে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী সরবরাহ করা হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইটিং অফিসাররা ব্যালট বাক্স, সিল, প্যাডসহ নির্বাচনী সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে যান। চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। জেলার মোট ভোটার ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫৪। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ২০৫টি।