সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ একটি মৃত হরিণ উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদসহ একটি মৃত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। বুধবার(০৩ জানুয়ারী)বিকালে সুন্দরবনের টেকেরখাল এলাকা থেকে ফাঁদে আটকে পড়া মৃত হরিণটি উদ্ধার করেন।এছাড়া কোবাদক ষ্টেশনের সদস্যরা নিয়মিত টহলের সময় সেখান থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত দেড় শতাধিক নাইলনের রশির ফাঁদ জব্দ করে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুধবার কোবাদক ষ্টেশনের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের টহলে যায়। ষ্টেশনের আওতাধীন টেকেরখাল এলাকার বনের মধ্যে পেতে রাখা ফাঁদে আটক একটি হরিণকে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে তল্লাশী করে ছয়টি বস্তাসহ দেড় শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে।হরিণ শিকারের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বন আইনে মামলা হয়েছে।  এছাড়া সুন্দরবনে হরিণ শিকারী চক্রটিকে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
শেয়ার করুন:

Recommended For You