জামালপুরে প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর, আহত ১৫

জামালপুরের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নিবার্চনী অফিসভাংচুর ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।

বুধবার ( ৩ জানুয়ারি )দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঈগলের সমর্থকরা সড়ক অবরোধ করে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে। পুলিশ ও র্যাবের লাঠিচার্জে চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলায়ত হোসেন শান্ত, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, শ্রমিক বার্তার সাংবাদিক আশিকুর রহমান, ডেইলী দেশ সংবাদের সালাউদ্দিন আহাম্মেদ মিঠু, বিজয় বাংলাদেশের নিপুল জাকারিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহও লাঞ্চিত হন। হামলাকারীরা ৩টি নির্বাচনী অফিস ভাংচুর ও ৩টি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করে।

এব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মহেশপুর কালিবাড়ীতে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি নির্বাচনি প্রচারকেন্দ্র ভাঙচুরের ঘটনা শুনে পরিদর্শন করেছি। মোটরসাইকেল তিনটি কার আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

শেয়ার করুন:

Recommended For You