অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান। দাগনভূঞা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। এই বক্তব্য আমি এবং উপজেলা চেয়ারম্যান কারো নয়। প্রসঙ্গত ; ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা) ২টি পৌরসভা ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবুল বাশারের প্রার্থিতা প্রত্যাহার করা হয়। এখানে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৬৫৬ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৪টি। ভোট কক্ষের সংখ্যা ৯৮৮টি।