পটুয়াখালীতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে লাঙ্গল মার্কার পক্ষে মিছিল

পটুয়াখালী পৌর আওয়ামীলীগের উদ্যোগে লাঙ্গল মার্কার পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ঝাউতলা প্রাঙ্গনে উক্ত গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তারিকুজ্জামান মনি এর নেতৃত্বে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম রুহুল আমিন (লাঙ্গল মার্কা) এর পক্ষে মিছিলে অংশগ্রহন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সেক্রেটারি ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সুলতান মৃধা, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোওয়ার, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরিফুজ্জামান রনিসহ হাজার হাজার নেতাকর্মীরা। এসময় বক্তারা ৭ তারিখ সকলকে ভোটকেন্দ্রে যেয়ে লাঙ্গলে ভোট প্রদানের জন্য আহবান জানান।

শেয়ার করুন:

Recommended For You