ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদের বাসায় গভীর রাতে পুলিশের তল্লাশির নামে হয়রানী ও পরিবারকে নাজেহালের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, গভীর রাতে আব্দুল হামিদের বাসায় পুলিশ হানা দিয়ে পরিবারের সকলকে আতঙ্কিত করে তুললে তার বৃদ্ধ পিতা ‘অসুস্থ হয়ে’ পড়েছেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সেইসাথে পরিবারের ছোটবড় সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মী কোন ধরণের অপরাধ বা জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয়। কাজেই কেবলমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে ও তার পরিবারকে হয়রানী কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি এধরণের হয়রানী বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাসে কোন ধ্বংসাত্মক কাজে জড়িত কোন প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। কাজেই ইসলামী আন্দোলনের কোন কর্মী বা দায়িত্বশীলকে হয়রানি করার পরিণাম ভাল হবে না। তিনি সুরমা থানা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অযথা হয়রানি পথ থেকে বিরত থাকুন।