পিসিবির কমিটিকে প্রধানমন্ত্রীর তলব

পাকিস্তান ক্রিকেটে যেন নাটকই শেষ হচ্ছে না। বিশ্বকাপ ব্যর্থতার পর ক্রিকেটের সব সংস্কার থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। এ ছাড়া কোচ ও ডিরেক্টর পদেও এসেছে পরিবর্তন। আবার অধিনায়ক বদল প্রসঙ্গে আছে নানা মুনির নানা মত।

এরই মাঝে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির ডাক পড়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বাড়িতে। খবর দ্য নিউজের।

খবরে বলা হয়েছে, পিসিবিপ্রধান জাকা আশরাফ এবং অন্যান্য বোর্ড পরিচালকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সূচি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে— ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের বিশেষ কিছু ক্ষেত্রে খেলার উন্নয়ন সম্পর্কে অবহিত করতেই মূলত প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবিকর্তারা। এ ছাড়া বেশ অনেকটা দিন ধরেই প্রধানমন্ত্রী কাকারের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন জাকা আশরাফ। একই দিনে পাকিস্তান ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলাপ হতে পারে।

বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় দলের পারফরম্যান্সও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয় (আইপিসি) ইতিমধ্যে ১০ ফেব্রুয়ারির আগে পিসিবি নির্বাচন পরিচালনার জন্য শাহ খাওয়ারকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছে।

এ ছাড়া ২০১৪ সালের পিসিবি গঠনতন্ত্রের কিছু ধারা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। দ্য নিউজ আরও জানায়, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলার বিকাশ ঘটাতেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। এমনকি বেলুচিস্তানের নতুন অ্যাভিনিউ নিয়েও আলাপের সুযোগ থাকছে বলে জানায় গণমাধ্যমটি। তবে সোমবার ঠিক কখন দুই পক্ষের বৈঠক হবে, তা এখনো নিশ্চিত না।

শেয়ার করুন:

Recommended For You