নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে হাত দিয়ে বল ফিরিয়ে আউট হয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট আইনে যাকে বলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বা হ্যান্ডলিং দ্য বল আউট। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই আউট হয়েছেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার।
ঘটনা ম্যাচের ৪১তম ওভারের। নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিনসনের করা চতুর্থ বলটি বেশ ভালো মতোই ডিফেন্স করেন মুশফিকুর রহিম। স্টাম্প লাইনের বাইরে দিয়ে বল উইকেটের পেছনের দিকে যাচ্ছিল নির্লিপ্তভাবে। মুশফিক ভালো বলতে পারবেন, কী মনে করেন তিনি বলটি হাত দিয়ে ফেরাতে গিয়েছিলেন।
ওই আউটের সময় তার ব্যাট থেকে আসে ৮৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ৩৫ রান। হাত দিয়ে বল সামলে আউট হওয়ার আগেও একবার মুশফিক একই কাজ করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু সেবার নিজেকে সামলে নেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যান্ডলিং দ্য ফিল্ড আউট হন দক্ষিণ আফ্রিকার রাসেল এনডেন। ১৯৫৭ সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওভাবে আউট হন। সব মিলিয়ে টেস্টে ১১ জন ব্যাটার হ্যান্ডলিং দ্য ফিল্ড আউট হয়েছেন।