
আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্কে পালিত অনুষ্ঠানটি ১১৪টি দেশে প্রচারিত হয়েছিল।
প্রতিবছর ১৯শে নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যৌথভাবে দিবসটি উদযাপন করেছে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট, উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকা, গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
এ উপলক্ষে আয়োজকেরা গতকাল শনিবার বিকেল ৪টায় ধানমন্ডির সোবহানবাগের ড্যাফোডিল প্লাজা বিল্ডিংয়ের রুফটপ অডিটরিয়ামে ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৩’ উদযাপন করে। আয়োজনে ছিল মুক্ত আলোচনা, নেটওয়ার্কিং, বিভিন্ন ধরনের গেম, কালচারাল অ্যাকটিভিটি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা।
নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত দিবসটি পালন শুরু হয়। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে নারী। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের নারীরাও হয়ে ওঠেছেন উদ্যোক্তা।