রবি-সোমবার হরতাল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

অন্যদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জোট নেতারা হরতালের ঘোষণা দেন।

নেতারা বলেন, জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে।

Recommended For You