
পঞ্চম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করার কথা ঘোষণা করেছে দলগুলোর।
এর আগে মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পরে জামায়াতে ইসলাম, এলডিপিসহ আরো বেশ কয়েকটি দল বিএনপির সাথে চলমান অবরোধ পালনের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন রুহুল কবির রিজভী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল চারটার আগে) ৪২০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনেরও বেশি নেতাকর্মীর নামে মামলা হয়েছে।