বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বোনের ছেলেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

এ তথ্য জানিয়েছেন শামসুজ্জামান দুদুর ছোট ভাই এডভোকেট ওয়াহিদুজ্জামান।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত তাকে আটক করা হয়। বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রোববার (৫ নভেম্বর) ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‍্যাব। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

Recommended For You