সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন আটক 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রোববার (৫ নভেম্বর) ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে আলতাফ হোসেনকে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

Recommended For You