৩৬ হাজার ফুট উচ্চতায় চলন্ত বিমানে বাংলাদেশি নারীর সন্তান প্রসব

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাবুক থেকে জেদ্দা যাওয়ার সময় বাংলাদেশি এক নারী চলন্ত বিমানে সন্তান প্রসব করেন ।

গত শুক্রবার সন্ধ্যায় তাবুক থেকে জেদ্দা যাওয়ার সময় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক বাংলাদেশি নারীর প্রসব বেদনা উঠলে কেবিন ক্রুরা বিমানে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে সেই বাংলাদেশি নারীকে সহযোগিতা করেন এবং সফল হন ।

তথ্য জানা যায়, বাংলাদেশি ঐ নারী ৩৬ হাজার ফুট উচ্চতায় রাত ১০:৩০ মিনিটে বিমানের কেবিন ক্রুদের সাহায্যের জন্য ডাকেন। তিনি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করেন এবং কেবিন ক্রুরা অবিলম্বে জরুরি পরিস্থিতি সামাল দিতে কার্যক্রম শুরু করেন।

ফ্লাইটের যাত্রীদের মধ্যে দুটি ফুটবল দল ছিল, যাদের সাথে দুজন ডাক্তার ছিলেন৷ সেই ডাক্তার ও একজন মহিলা যাত্রীর সাহায্যে নিরাপদে তার সন্তানের জন্ম দেন৷

জেদ্দা বিমানবন্দরে মেডিকেল সাপোর্ট টিম সম্পূর্ণরূপে চিকিৎসা না করা পর্যন্ত ডাক্তার শিশুটির নাভিকে আলাদা না করার সিদ্ধান্ত নেন। বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে মেডিকেল সাপোর্ট টিম বিমানে ওঠে এবং পরীক্ষা করে তারা সফলভাবে নাভির কর্ড আলাদা করে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

বর্তমানে তারা দুইজনই সুস্থ আছেন।

শেয়ার করুন:

Recommended For You