জিএম কাদের এর দুটি বইয়ের মোড়ক উন্মোচন শনিবার

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি রচিত “বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি” দ্বিতীয় খণ্ড ও MISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2 বই দুটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক পার্টি। অনুষ্ঠানে বক্তৃতা করবেন বই দুটির লেখক গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরীফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য লেখক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মহিউদ্দিন আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূইয়া।

অনুষ্ঠান পরিচালনা করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

Recommended For You