
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আজ রোববার সকালে ঢাকাস্থ ফিলিস্তিনের দূতাবাসে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিন ইস্যুতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করায় দলের আমীরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।