ডেঙ্গুতে ৫ দিনে ৬৬ জনের প্রাণহানি

চলতি অক্টোবর মাসেও ডেঙ্গুর দাপট চলছে। চলতি মাসের পাঁচ দিনে ৬৬ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০৫৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একদিনে আরও ২ হাজার ৬১৭ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি অক্টোবর মাসেও ডেঙ্গুর দাপট চলছে। চলতি মাসের পাঁচ দিনে ৬৬ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০৫৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একদিনে আরও ২ হাজার ৬১৭ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন:

Recommended For You