ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট বন্ধ ঘোষণা

সিকদার গ্রুপের মালিকানাধীন ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাতে সিকদার গ্রুপের সিইও এবং পরিচালকরা পত্রিকার অফিসে এসে মৌখিকভাবে বন্ধ ঘোষণা করেন।

বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্তর্গত বাংলাদেশ পোস্ট ইউনিটের ইউনিট চিফ হাবিবুল্লাহ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সিকদার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম মোহন, পরিচালক (প্রশাসন এবং গোয়েন্দা) কর্নেল ( অব.) শাম্মী ফিরোজ, পরিচালক নাইমুজ্জামান মুক্তা বাংলাদেশ পোস্ট পত্রিকার নিউজরুমে এসে আকস্মিকভাবে বাংলাদেশ পোস্ট পত্রিকা বন্ধ করে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত জানান। এতে বাংলাদেশ পোস্ট পত্রিকায় কর্মরত সবার মধ্যে গভীর হতাশা ও উদ্বেগ তৈরি হয়। এমন অনিশ্চিত পরিস্থিতে রোববার বাংলাদেশ পোস্ট পত্রিকার বিশেষ প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্তর্গত বাংলাদেশ পোস্ট ইউনিটের ইউনিট চিফ হাবিবুল্লাহ মিজানের সভাপতিত্বে বাংলাদেশ পোস্টে কর্মরত বর্তমান এবং সাবেক সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

হাবিবুল্লাহ মিজান জানান, সভায় সর্বসম্মতিতে কিছু সিদ্ধান্ত নিয়ে তা সিকদার গ্রুপের পরিচালক ও বাংলাদেশ পোস্টের প্রকাশ রিক হক সিকদারকে লিখিতভাবে জানানো হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- ১। বাংলাদেশ পোস্টে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের সব বকেয়া বেতন ভাতা অনতিবিলম্বে পরিশোধ করতে হবে। ২। যদি পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়, তাহলে বন্ধ করার আগেই দেশের প্রচলিত আইন অনুযায়ী সব বকেয়া, সুযোগ-সুবিধা দ্রুত বুঝিয়ে দিতে হবে। ৩। আগে বাংলাদেশ পোস্ট পত্রিকা থেকে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক ও স্বেচ্ছায় পদত্যাগ করা সাংবাদিক ও কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য যাবতীয় পাওনা অনতিবিলম্বে পরিশোধ করতে হবে। ৪। দীর্ঘদিন ধরে নিয়োগপত্র ছাড়া কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে নিয়োগপত্র দিতে হবে। এ ছাড়াও পাওনা আদায়ে সভা থেকে ‘বাংলাদেশ পোস্ট সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ’ গঠন করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।

কমিটির আহ্বায়ক দুর্জয় রায় ও সদস্যসচিব এহসানুল হক জসীম। বাকি সদস্যরা হচ্ছেন, নাজমুল হাসান, বেলাল উদ্দিন আহমদ ও গিয়াস উদ্দিন। কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে, এএসএম এ খালেককে। উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন। হাবিবুল্লাহ মিজান, কৈলাশ সরকার ও আহমেদ পারভেজ খান।

শেয়ার করুন:

Recommended For You