বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান থেকে অর্ধশতাধিক সাংবাদিককে অন্যায়ভাবে
চাকরিচ্যুতির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
আজ এক বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন অবিলম্বে
চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির এই কঠিন সময়ে সাংবাদিকদের চাকরিচ্যুতি তাদের পরিবারগুলোকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দিয়েছে। এমনিতে বিগত পাঁচ বছরে গণমাধ্যম কর্মীদের বেতনভাতার বিন্দুমাত্র উন্নতি হয়নি। তারপর আবার চাকরিচ্যুতি নিকৃষ্টতম বর্বতার শামিল।
নেতৃবৃন্দ বলেন, এই সমস্যার অতিদ্রুত সমাধানের জন্য সরকার তথা তথ্যমন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ করা প্রয়োজন।
এই সমস্যা সমাধান না হলে রাজপথে আন্দোলন কর্মসূচির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।