সাংবাদিক নাদিম হত্যা : ৪ আসামির রিমান্ড চেয়েছে সিআইডি

জামালপুরের বকশীগঞ্জে গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার চার আসামির রিমান্ড চেয়েছে সিআইডি।

রোববার জামালপুরের বিজ্ঞ আদালতে সিআইডি তাদের রিমান্ডের আবেদন করেন। তবে শুনানির তারিখ নির্ধারণ হয়নি।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আইনজীবী ইউসুফ আলী।

উল্লেখ্য জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা চলতি বছরের ১৪ জুন রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বকশীগঞ্জ বাজারের কলেজ মোড়ে একদল সন্ত্রাসী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের উপর হামলা করে। হামলাকারীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম মারা যান।

এ ব্যাপারে নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নামীয় আসামি ২২ জন। অজ্ঞাত আসামি ২০-২৫ জন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছেন।

শেয়ার করুন:

Recommended For You