
পরীমনি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এমন খবর প্রকাশিক হয়েছে দেশের গণমাধ্যমগুলোতে। একটি অনলাইন সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরী। ১৮ সেপ্টেম্বর রাজকে সেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন। সেই প্রতিবেদনে রাজ-পরী এক ঘনিষ্ঠ নির্মাতার (নাম প্রকাশ না করার শর্তে) বরাত দিয়ে আরও জানানো হয়েছে, রাজ-পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে তারা কয়েজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুজনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ।
অবশ্য এ বিষয়ে আজ মঙ্গলবার শরীফুল রাজের সঙ্গে কথা হয়েছে দেশের একটি সংবাদ মাধ্যমের। ডিভোর্স পেপার বিষয়ে প্রশ্ন শুনে চমকে কণ্ঠে এই অভিনেতা বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’
শরীফুল আরও বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’