কক্সবাজারে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২০ সেপ্টেম্বর।

বুধবার বিকাল ৩টায় জেলার ৯ উপজেলা দলের অংশগ্রহণে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

এই উপলক্ষ্যে সোমবার বিকালে ম্যাচ সূচি চূড়ান্তকরণ করাসহ টুর্নামেন্টের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চলনায় টুর্নামেন্টের স্পন্সর বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মোঃ আবু হেনা,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু। কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সহ- সভাপতি হারুন অর রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলের কোটায় বিদেশি ফুটবলারদের খেলার সুযোগ থাকছে।

অংশগ্রহণকারী দলগুলো হলো- রামু, চকরিয়া, ঈদগাঁও, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। ৯টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই সাথে প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় ১০ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রানার আপ দল ট্রফির সাথে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি পাবে।

শেয়ার করুন:

Recommended For You