দুর্দান্ত ঢাকার হেড কোচ সুজন

আগামী দুই মৌসুমের জন্য বিপিএলে নতুন মালিকানায় দেখা যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে। আর এই দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং কোচ খালেদ মাহমুদ সুজন।

রোববার (১৭ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে সুজনের প্রধান কোচ হওয়ার বিষয়টি জানিয়েছে দুর্দান্ত ঢাকা।

দুর্দান্ত ঢাকা তাদের পোস্টে সুজনের কোচিং ক্যারিয়ারের প্রশংসা করে লিখেছে ‘কোচিং ক্যারিয়ারে তিনি অনেক অর্জন করেছেন।’ দুর্দান্ত ঢাকার সাথে এবার যাত্রাটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় তারা।

সুজনকে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগেই বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাসেল ডমিঙ্গো কোচ থাকাকালীন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন।

বিপিএলের আসন্ন আসরে ঢাকা ছাড়া অন্য ছয়টি দল রয়েছে আগের মতই। গত আসরে খেলা ৬ দলটি হলো— ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স।

শেয়ার করুন:

Recommended For You