
শনিবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে পরীমনি জানিয়েছিলেন রোববার (১৭ সেপ্টেম্বর) দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তবে কী কারণে গুরুত্বপূর্ণ সে বিষয়ে তখন কিছুই জানাননি পরী।
রোববার পার করে সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে এসে জানালেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি। নিজের ফেসবুকেই জানালেন, সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
সোমবার দিবাপূর্ব রাতে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে উঠে এসেছে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্ত। এরপর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প।
এ থেকে স্পষ্ট ‘ডোডোর গল্প’ নামের অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ডোডোর গল্প। এর প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া।
এর আগে শনিবার নিজের ফেসবুকে পরী লিখেছিলেন, ‘কালকের (রোববার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!’ সেইসঙ্গে কলমের একটি ইমুজি ব্যবহার করেছিলেন। এবার বোঝা গেল পরীর দিনটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ।