প্রথম প্রেম দিবস আজ

যদিও হুমায়ূন আজাদ বলেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। তবুও একেবারে প্রথমবার যে প্রেমে পড়া, তা কি কোনো বিশেষত্বই রাখে না? প্রথম যে প্রেমে পড়ার মুহূর্ত তা সেই ক্ষণ আজীবনই কি মনের অন্দরে একান্ত আপন হয়ে রয়ে যায় না? অজান্তে আসা প্রথম প্রেমের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় কি আর?

আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস’। নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত জীবনের প্রথম ভালো লাগার সেই মানুষটির সঙ্গে আজও একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই না-হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদযাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেমে কোনো রকম অপরাধবোধ থাকে না। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে ভালোবাসা কিংবা রোমান্স যেটুকু থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা ভাগাভাগি করার যে অনুভূতি তার সাথে তুলনা হয় কিসের?

প্রেমিক মন প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নে ভাসে। স্বপনপাড়ে হারিয়ে যায়। গভীর ভাবনার উদ্রেক হয়। দু-চার লাইন কবিতা কিংবা গানও আসে উড়ুউড়ু মনে। চোখে-মুখে লজ্জা আর ধরা পড়ার ভয়! সব মিলিয়ে প্রথম প্রেম বিশেষ করে তোলে সবার জীবনে। সেই প্রেম পরণতি যদি না-ও পায়, তার রেশ থেকে যায় বহু বহুকাল।

তবে কারো কারো জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত আসে। ঝড়-বন্যা-জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়ে যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। এক সময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। নতুন মানুষ জীবনে জায়গা করে নেয়। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই!

Recommended For You