চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র সরকার। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রিয়াজুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পি মন্ডল।
সেমিনার ও মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।