ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনা-সমালোচনা কিংবা নেটিজেনদের হাস্যরসের খোরাক তিনি। তার পোশাক থেকে মুরু করে হাতের ঘড়ি নিয়েও হয় নানারকম আলোচনা। এসব আলোচনার সূত্র অবশ্য তিনি নিজেই দেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে নিজের ব্যক্তিগত বিষয়সহ এবং নানান বিষয়ে মতামত প্রকাশ করে। কখনও বেসুরা কণ্ঠে বা ভুল লিরিকে গান গেয়েও বিরুপ মন্তব্যের শিকার হন তিনি। অবশ্য জায়েদ খানের এসবে কিছুই যায় আসে না, তিনি তার মতোই থাকেন।
এবার অবশ্য জায়েদ আলোচনায় এসেছেন সিনেমার চরিত্র নিয়েই। সম্প্রতি তিনি বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন নির্মাতা শ্যাম বেনেগাল। সেই টিক্কা খান রূপে জায়েদের লুক প্রকাশ হয়েছে।
বছর দুয়েক আগেই শেষ হয়েছিল ‘মুজিব’র শুটিং। তবে নির্দেশনার কারণে কেউ নিজের লুক প্রকাশ করতে পারেননি। শর্ত ছিল, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই কিছুটা উন্মোচন করা যাবে। সেই শর্ত মেনে নিজের চরিত্রের রূপ সামনে আনলেন জায়েদ খান।
তবে সেই খবর অন্তার্জালে আসতেই নেটিজেনদের ব্যাঙ্গাত্মক মন্তব্যের শিকার হচ্ছেন জায়েদ খান। জায়েদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গণমাধ্যমে প্রকাশিত লুক শেয়ার করেছেন তিনি নিজেই। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘মেজর জেনারেল জায়েদ খান’, আরেকজন বলেছেন, ‘যারে যেটায় মানায়’। ব্যাঙ্গ করে একজন লিখেছেন, ‘টিক্কা জায়েদ’। এরকম আরও অনেক হাস্যকর মন্তব্যই করা হয়েছে তার এই লুক নিয়ে।
অবশ্য অনেকেই অভিনন্দন এবং শুভ কামনা জানিয়ে ইতিবাচক মন্তব্যও করেছেন।
প্রসঙ্গত, শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটি প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।