ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

ফাহমিদা নবীর নতুন একটি গান ‘স্মৃতির দরজায়’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন ফাহমিদা নবীর ছোট ভাই রিদওয়ান নবী পঞ্চম।

গানটি প্রসঙ্গে বলতে গিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এরইমধ্যে পঞ্চমের সুরে জামাল ভাইয়ের লেখা একটি চমৎকার গানে চিত্রায়নের কাজ করেছি। চিত্রায়ণের কাজটি খুউব সুন্দর করেছে সাগর। গানটি নিয়ে আমি খুউব আশাবাদী।’

জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা আপা এই দেশের একজন বরেণ্য সঙ্গীতশিল্পী। শুরু থেকেই তিনি আমার লেখা গান বেশ আগ্রহ নিয়ে ভীষণ সচেতনভাবে গেয়ে আসছেন। আমার গীতিকবিতা তার ভীষণ পছন্দ। তিনি আমার গান করেন, এটাই আমার অনেক ভালোলাগা। তার প্রতি কৃতজ্ঞ আমি।’ ‘স্মৃতির দরজায়’ গানটি শিগগিরই রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

শেয়ার করুন:

Recommended For You