হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আফজাল হোসেন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।

 নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে জানিয়েছেন, আফজাল হোসেন এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকের পরামর্শে গতকাল বাসায় ফিরছেন তিনি। তাকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনকে। এদিন রাতেই তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এর পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তার অসুস্থতার কারণে শুটিং বাতিল হয়েছে। আগামীকাল ওয়েব ফিল্মটির শুটিং হবার কথা রয়েছে।

শেয়ার করুন:

Recommended For You