সৌদি নারী হিসেবে প্রথম মিস ইউনিভার্সে যাচ্ছেন রাহাফ আল হারবির

সৌদিতে প্রথম মিস ইউনিভার্সে নিজেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাহাফ আল হারবির নামে এক সৌদি নারীI মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে এর আগে তিনি অংশগ্রহণ করেন।এবার স্বপ্ন বৈশ্বিক মঞ্চে নিজেকে ঠাই দেওয়া।সবকিছু ঠিক থাকলে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন রাহাফ আল হারবির।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে রাহাফ আল-হারবি সম্ভাব্য সব ফটোশুট ও এ সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনের তথ্যের বরাত জানা যায়,গত বছর নাপোলিতে অনুষ্ঠিত মিস ইউরোপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাহাফ। এর মধ্য দিয়ে সারা বিশ্বেই তিনি বেশ পরিচিত পান। এরই মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

সম্প্রতি আরব নিউজের বিশেষ পডকাস্ট দ্য মেম্যান শো-এ অংশ নেন রাহাফ। সেখানে তিনি বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়াটা কঠিন ছিল। মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্বশর্ত ছিল এ ধরনের স্থানীয় বা আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা। সে সময় সৌদি আরবে এ ধরনের কোনো কিছুতে অংশ নেওয়ার ছিল না।

এখন পরিস্থিতি বদলেছে উল্লেখ করে রাহাফ বলেন, সৌদি আরবের ভালো সম্বাবনা রয়েছে। এখানে এখনো সেভাবে র‌্যাম্প নেই। তারপরও সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চান এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন ।

বর্তমানে রাহাফ সৌদি ফ্যাশন কমিশনের সাথে কাজ করছেন। আসন্ন রিয়াদ ফ্যাশন উইকেও তিনি অংশ নেবেন।

রাহাফের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসাটা কিন্তু এত সহজ ছিল না, কারণ তিনি পরিবারের অন্যদের মতো চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছেন।ডাক্তারি ডিগ্রি অর্জনের পর পেশা পরিবর্তন করে ঘুরে গেলন ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকে। বর্তমানে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য সৌদি জনপ্রিয় সিরিজ ‘আয়েল নৌফ’-এ অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন।

শেয়ার করুন:

Recommended For You