শেরপুরে মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেলের চাপায় মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহ বঁধু ওই এলাকার মোমেন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়,শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার গৃহবধূ ৬ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে নিজ বাসার সামনে বের হলে, দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমর্ষ অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাল্গুনী বেগম তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, শেরপুর পৌরসভার এক কর্মচারী এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বিষয়টি আমরা শুনেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

Recommended For You