
শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেলের চাপায় মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহ বঁধু ওই এলাকার মোমেন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়,শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার গৃহবধূ ৬ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে নিজ বাসার সামনে বের হলে, দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমর্ষ অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাল্গুনী বেগম তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, শেরপুর পৌরসভার এক কর্মচারী এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বিষয়টি আমরা শুনেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।