ফেনীতে জন্মাষ্টমী উদযাপন

বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর জয়কালী মন্দির প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন সাধারণ সম্পাদক লিটন চন্দ্র সাহা প্রমুখ।

Recommended For You