
লক্ষ্মীপুর-২ নির্বাচনী এলাকার সদর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৬ই সেপ্টেম্ভর বুধবার সকাল ১১টায় ।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
সদর উপজেলা আওয়ামী লীগ, লক্ষ্মীপুর এর আয়োজনে সভাপতিত্ব করেন , মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ ও সঞ্চালনা করেন সৈয়দ সাইফুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ ।
প্রধান অতিথির বক্তব্যে এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন ,বর্তমান সরকারের উন্নয়ন আপনাদের সামনে। চোখ মেললে দেখা যায় শেখ হাসিনার উন্নয়নের চিত্র। প্রতিটি ইউনিয়নে যে পরিমান কাজ হয়েছে অতীতে কোন সরকার এত উন্নয়নমূলক কাজ করতে পারেনি। জেলা বিএনপি নেতা এ্যানির সমালোচনা করে এমপি নয়ন বলেন, এ্যানি চৌধুরীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের রক্ত নিয়ে রাজনৈতিক মাঠে খেলা খেলছে। তাদের এসব উস্কানিমূলক বক্তব্যের কারণে সাধারণ মানুষের কাছে তাদের রাজনীতি সস্তা হয়ে গেছে।
এখন আর সাধারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করে না। দেশব্যাপী শেখ হাসিনার উন্নয়ন চিত্র দেখে, সাধারণ মানুষ আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিবে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখবে।বিএনপি-জামায়াত রাজনীতির নামে জ্বালাওপোড়াও ও মানুষের কর্মসংস্থান ধ্বংস করে। আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। বিএনপি ক্ষমতায় থাকলে চাকরি যায়। শেখ হাসিনা সরকার প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস নিরলসভাবে করে যাচ্ছে। আগামীতে নৌকা মার্কা বিজয়ীর জন্য নেতা – কর্মীদের সরকারের উন্নয়ন তুলে ধরে ঘরে ঘরে ভোট চাইতে অনুরোধ করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান, মেম্বার ,দলীয় নেতারা বক্তব্য প্রদান করেন।