মাদক ব্যবসায়ীকে সাংবাদিকতায় অবদানের জন্য ক্রেস্ট প্রদান

সাভারে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করে বিপাকে পড়েছে সাভার প্রেসক্লাবের স্বঘোষিত সভাপতি ও বাংলা টিভির সাভার প্রতিনিধি জাভেদ মোস্তফা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বইছে। এ ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ধিক্কার জানিয়ে জাভেদ মোস্তফার বিভিন্ন অপকর্ম তুলে ধরছে।

জানা যায়, রিপোর্টার বাংলা টিভি নামে ভূয়া টিভির জন্মদিন উপলক্ষে বাংলা টিভির সাভার প্রতিনিধি জাভেদ মোস্তফা প্রধান অতিথি ছিলেন । এসময় তিনি ইসরাফিল ইসলাম অপু নামে এক মাদক ব্যবসায়ীকে সাংবাদিকতার বিশেষ অবদান রাখায় ক্রেস্ট প্রদান করেন। তবে ইসরাফিল ইসলাম কখনো সাংবাদিকতার সাথে জড়িত ছিলো না বলে জানা গেছে। এ অনুষ্ঠানে অপুসহ বিভিন্ন সময় মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া একাধিক মাদক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। যারা জাভেদ মোস্তফার ছত্রছায়ায় সাংবাদিক বনে গেছেন।

এ ঘটনার পর থেকে ইসরাফিল ইসলাম অপু ক্রেস্ট গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাংবাদিক জাভেদ মোস্তফাকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর থেকে বিষয়টি সাভারের সাধারণ মানুষের নজরে আসে এবং ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দেয়। ইসরাফিল ইসলাম অপু তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, আলহামদুলিল্লা। রিপোর্টার বাংলা টিভির ২য় বর্ষপূতি উপলক্ষে সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য আমাকে ক্রেস্ট দিয়েছন সাভার প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক জাভেদ মোস্তফা স্যার এবং জনাবা নাদিয়া নুর তনু ম্যাডাম অধ্যক্ষ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ ও সবুজ আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সহ আরো অনেকে। দোয়া চাই সকলের কাছে। ধন্যবাদ। তবে তিনি জাভেদ মোস্তফাকে সাভার প্রেসক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন, কিন্তু জাভেদ মোস্তফা সাভার প্রেসক্লাবের সভাপতি নন, তিনি একজন সদস্য।

উল্লেখ্য, গত ০৬ মার্চ ২০২৩ সাভার মডেল থানার রেডিও কলোনির নয়াবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইসরাফিল অপুকে ১০ কেজি গাজাসহ আটক করে। সে ভোলা জেলার সদর থানার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছের ছেলে। তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় বসবাস করেন।
মাদক ব্যবসাযী অপুকে গ্রেফতারের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. সহিদুল ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার রেডিও কলোনি নয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে অপু নামে এক মাদক বিক্রেতাকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবীব খান এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ।

আটক আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার রেডিও কলোনি নয়াবাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রয় করে এবং ১০ কেজি গাঁজা যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ইসরাফিল আরও একবার এক নারীসহ ইয়াবা ও গাঁজা নিয়ে ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন।

Recommended For You