এসএমসির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি শাকিব খানের

২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে ওই চুক্তির মেয়াদ বাড়াননি তারা। মেয়াদ না বাড়িয়েই শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে স্যালাইন কোম্পানি। এ জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।  শাকিব খানের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই নোটিশ পাঠান।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার ওলোরা আফরিন। তিনি বলেন, শাকিব খানের ব্র্যান্ড মূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেব।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির।

শেয়ার করুন:

Recommended For You