কাজ নেই বলেই কি জায়েদ খানের নায়িকা হয়েছেন সায়ন্তিকা?

কলকাতা ছাড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আপাতত তার ঠিকানা কক্সবাজার। না, ঘুরতে নয়, শুটিংয়ের জন্যই এসেছেন তিনি। পারিবারিক গল্পের ‘ছায়াবাজ’ ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। এতে ডায়না চরিত্রে অভিনয় করছেন সায়ন্তিকা। নায়ক হিসাবে আছেন অভিনেতা জায়েদ খান।

অতীতে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সায়ন্তিকা। তবে এই প্রথম বাংলাদেশের ছবিতে কাজ করছেন অভিনেত্রী। সায়ন্তিকা জানান, আদ্যোপান্ত বাণিজ্যিক ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন তিনি।

বৃহস্পতিবার কক্সবাজারে শুরু হয়েছে শুটিং। সায়ন্তিকা বললেন, এখানে এসে খুবই আতিথেয়তা পাচ্ছি। বাংলাদেশের আতিথেয়তার কথা শুনেছি। এখন মেলাতে পারছি। মনে হচ্ছে ইলিশ খেয়ে খেয়ে মোটা হয়ে যাব।

এক সময়ে টলিউডে দাপিয়ে কাজ করেছেন সায়ন্তিকা। একাধিক হিট ছবি রয়েছে তার ঝুলিতে। তবে বিগত বেশ কয়েক বছরে তাকে সেভাবে কাজ করতে দেখা যায়নি। টলিউড থেকে ঢালিউডের এই সফর কি তবে একেবারেই সচেতন সিদ্ধান্ত?

সায়ন্তিকা বললেন, না, এ রকম কোনো কারণে এই সিদ্ধান্ত নয়। অনেক দিন ধরেই বাংলাদেশে কাজের কথা চলছিল। কিন্তু সময়ের অভাব বা অন্য কোনো কারণে করে ওঠা হয়নি। এ বার শেষমেশ সুযোগ পেলাম।

টলিউডে কাজের সংখ্যা অনেক কমেছে। এ নিয়ে আফসোস হয়? সায়ন্তিকার স্পষ্ট জবাব, এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি বেশি কাজের থেকে ভাল কাজে বিশ্বাসী।

শেয়ার করুন:

Recommended For You