
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য সংসদের উদ্যোগে দিনব্যাপী চড়ুইভাতি আয়োজন করা হয়। সোমবার ( ০৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, নবীন সদস্যদের সাথে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে এবং মানসিক অবসাদ দূরীকরণে প্রতিবারের মত এবারও চড়ুইভাতির আয়োজন করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের মফিজলেক এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে তাদের সদস্যরাই সকল রান্নার আয়োজন শুরু করে। দুপুরে খাওয়া দাওয়া শেষে ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।
চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উপদেষ্টা ড. শেখ মহাঃ রেজাউল করিম, ড. নাসরিন আক্তার, প্রতিষ্ঠাকালীন সদস্য আলমঙ্গীর অভ্র কানন, সিনিয়র সদস্য ইমানুল হক সোহান, সাবেক সভাপতি কাফি এবং সংগঠনটির বর্তমান সভাপতি পলাশ হোসেন, সাধারণ সম্পাদক নাইমূর রহমান দুর্জয়, ৩জন সহ সভাপতি এছাড়াও বাকী সকল কার্যনির্বাহী সদস্য ও নবীন সদস্য।