কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ৩ জেলের মৃত্যু

কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরো তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচজন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
তারা হলেন কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) ও আরমান (২২)। এর আগে শনিবার সকালে আয়ুব আলী (৫৮) ও সোমবার সকালে ওসমান গনির (৬০) মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারিঘাট জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এতে ১২ জেলে দগ্ধ হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এখন আরো পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় আছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপর দু’জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Recommended For You