গরমের কারণে বাদ বাংলাদেশের অনুশীলন

এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশ দল এখন রয়েছে লাহোরে। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মঙ্গলবাল অনুশীলন করার কথা।

তবে লাহোরের তীব্র গরমে সাকিবদের অনুশীলন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। পাঞ্জাবের রাজধানী শহরের গড় তাপমাত্রা ৩৩ ডিগ্রি দেখালেও তা মনে হচ্ছে ৪০ ডিগ্রির মতো। তীব্র গরমে অসুস্থ বা চোটে পড়ার আশঙ্কা থাকে।

রোববার বাংলাদেশের ম্যাচেই তা দেখা গেল ৷ ক্র্যাম্প বা পেশিতে টান লেগেছিল জোড়া সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর। পরে তো জানাই গেল, শান্তর এশিয়া কাপ শেষ। আর এই গরমে শরীরে পানিশূন্যতা হওয়ার আশঙ্কা রয়েছে অনেক। তা ছাড়া বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি।

এশিয়া কাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, এরপর বিশ্বকাপ খেলতে সাকিবদের যেতে হবে ভারতে। আর লাহোরের পর পরশু শ্রীলংকায় সাকিবরা যাবেন সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে। শারীরিকভাবে ফিট রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You