
আমতলী উপজেলার গুলিশাখালী দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা আঃ মান্নানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে পৌরসভার ১ নং ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।
জানাগেছে, মাওলানা আবদুল মন্নানের স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে বরিশাল রাহাত আনোয়ার হসপিটালে চিকিৎসার জন্য গেলে এ সুযোগে ফাঁকা বাসার তালা নক ভেঙ্গে চোর দল ঘরে ঢুকে জমি ক্রয়ের জন্য ব্যাংক থেকে ঋণ করা ২ লক্ষ ৫০ হাজার টাকা,৭ ভরি স্বর্ন, বিভিন্ন ব্যাংকের চেক বই, জমির দলিল, একাডেমি সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ৪ সেপ্টেম্বর সোমবার মাওলানা আবদুল মন্নান চুরির ঘটনাটি নিয়ে আমতলী থানায় অভিযোগ দিলে, এস আই দাউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি জেনেছি, থানা থেকেও পুলিশ গিয়েছিল বাড়িতে কেউ না থাকার কারণে চুরি সংগৃহীত হয়েছে। আমরা বিষয়টি নজরে রেখেছি। তিনি আরো বলেন, আমতলী পৌর মেয়রের সাথে আলোচনা করে পৌর শহরের ভিতরে আরো টহল বাড়ানোর হবে।