শ্যামনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফসলের ক্ষেতে সার প্রয়োগের সময় এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।বজ্রপাতে মৃত কৃষকের নাম আব্দুল আজিজ গাজী(৭০)।

তিনি উপজেলার কৈখালীইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে। স্থানীয় সংবাদকর্মী মনির হোসেন ও তার পরিবার জানান, দুপুর অনুমান ১টার দিকে বাড়ীর নিকটবর্তী নিজের ফসলি ধানের জমিতে সার প্রয়োগের সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অন্যান্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

Recommended For You