ইরানে ২ নারী সাংবাদিককে কারাদণ্ড

ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ই সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান  এ খবর জানিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আদালতের রায় অনুযায়ী তাদের মোট সাজার চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে। বাকি সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকবে। তবে কি কারণে তাদের এ সাজা দেওয়া হয়েছে এবং আপিলের সুযোগ রয়েছে কি না এ বিষয়ে কোন তথ্য জানা যায় নি। কারাদণ্ডপ্রাপ্ত আসামি দুই জন হলেন হলেন নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী।

জানা গেছে, পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনীকে নিয়ে করা প্রতিবেদনের জন্য এলাহেকে কারাগারে যেতে হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আমিনির মৃত্যুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে।

শেয়ার করুন:

Recommended For You