
দীর্ঘ ১০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অহিদুল ইসলামের (৪০)। রবিবার সকাল ৯টার দিকে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাপানিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জানান, আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকসদল ১০ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।