গভীর রাতে বিএনপির নামে ‌‘ভুয়া মেইলে’ যে তথ্য ছড়ানো হয়

বিএনপির নামে ‘ভুয়া মেইল আইডি’ খুলে শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৭ মিনিটে রুহুল কবির রিজভী সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীলতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, গভীর রাতে বিএনপির নামে ই-মেইল খুলে গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে।
তিনি বলেন, একটি কুচক্রী মহল গুজবটি ছড়িয়েছে। এর কোনো সত্যতা নেই। ষড়যন্ত্রকারীরা গুজব ছড়ানোর চেষ্টা করেই যাচ্ছে।

Recommended For You