ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন

জলবায়ু পরিবর্তন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপুরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসন-প্রতিকারের দাবিতে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ ও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের যৌথ উদ্যোগে শনিবার বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী। সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী জাহিদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুশান্ত ঘোষ, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক টুনু রাণী কর্মকার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, উন্নয়ন কর্মকান্ডকে ঘিরে কলাপাড়ায় দশ হাজার একরের বেশি কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে। এসব জমিতে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন করা হয়নি। মামলার কারণে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার ক্ষতিপুরণের টাকা তুলতে পারছেন না। পুনর্বাসন না করেই দুই শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তাই পরিকল্পিত ও টেকসই উন্নয়ন দরকার বলে তারা দাবি করেন।

শেয়ার করুন:

Recommended For You