ভৈরবে চাকুরিজীবী সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সরকারি চাকুরিজীবীদের প্রাণের সংগঠন ” ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। (৩১আগষ্ট) শুক্রবার বেলা ১১টায় শহরের রেলওয়ে স্টেশন সড়কের পলাশের মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল। উদ্বোধন শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মো: গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: শফি উল্লাহ তপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন কাজল, ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মো: মাসুদ রানা,

বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী,ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী, ভৈরব রেলওয়ে স্টেশনের সাবেক প্রধান টিকেট বুকিং সহকারী কিশোর নারায়ন চৌধুরী, ভৈরব রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী (আই.ডব্লিউ) আশিকুর রহমান, ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের সহ-সভাপতি ও কর্মস্থান ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক মাহিনুর রহমান মাহিন,

সহ-সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেড ভৈরব বাসস্ট্যান্ড শাখার ব্যবস্থাপক মো: আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভৈরব পৌরসভার কর আদায়কারী শাহা নোয়াজ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাছুম, সহ-সাংগঠনিক সম্পাদক ও শহীদ আসাদ সরকারি কলেজ শিবপুর নরসিংদী’র প্রভাষক (হিসাব বিজ্ঞান) মো: আলা উদ্দিন আল আজাদ,

দপ্তর সম্পাদক ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বাঁশগাড়ি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন ভূঁইয়া,

সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও ভৈরব পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম, সিনিয়র নির্বাহী সদস্য ও ভৈরব পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো: আক্তারুজ্জামান প্রমুখ।

এসময় সাংবাদিক, পুলিশসহ উক্ত সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল সংগঠনটিকে ৫০হাজার টাকা অনুদান ঘোষণা করেন এবং সংগঠনটিকে সঠিক পরিকল্পনায় সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।

শেয়ার করুন:

Recommended For You