
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ লিটার বাংলা মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কেরু এন্ড কোং (কোম্পানী) বাংলাদেশ লিমিটেড এর চিনিকলের প্রধানগেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন – দর্শনা জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার মতলেব মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৩৫), কেরু হাসপাতাল পাড়ার সাবেদ খানের ছেলে সুজন খান (৩৩), দর্শনা আকন্দবাড়ীয়া ফার্মপাড়ার মৃত দুলাল মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
ওসি বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শামিম রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কেরু এন্ড কোং লিমিটেড এর প্রধানগেট থেকে নজরুল ইসলাম, সুজন খান, সাইফুল ইসলামকে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।