
টাঙ্গাইলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জেলা বিএনপির আয়োজনে পালিত হয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শহরের ঈদগাহ মাঠ থেকে দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিটি শহরের শান্তিকুন্জ মোড়ে গিয়ে শেষ করে।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল।
আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল বলেন, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।