অভিযানের খবর শুনে পালালেন ডাব বিক্রেতা

চট্টগ্রামে বেশি দামে ডাব বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে অভিযানের কথা শুনে ডাবের ভ্যান ফেলে পালিয়ে যান বিক্রেতারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

অভিযানে অতিরিক্ত দামে বিক্রি ও অবৈধভাবে ডাব মজুদ রাখার দায়ে দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বুধবার চমেক হাসপাতালের সামনে অভিযানের খবর পেয়ে ডাবের ভ্যান ফেলে বিক্রেতারা পালিয়ে যান জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ জানান,অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে রোগীদের জিম্মি করছেন।

অভিযানে গিয়ে প্রমাণও পাওয়া গেছে। চমেক হাসপাতালের সামনে দুই ব্যবসায়ীকে বেশি দামে ডাব বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেক বিক্রেতাকে ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You