চুয়াডাঙ্গায় বাইসাইকেল পেল ১৬৮ শিক্ষার্থী

চুয়াডাঙ্গার জীবননগরে দরিদ্র ও মেধাবী ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার (৩১ আগস্ট) সকালে জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব বাই সাইকেল তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন। এ সময় প্রধান অতিথি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটিও দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ হতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৮ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকা ব্যায়ে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। সাইকেল বিতরণের আগে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রবিউল ইসলাম, সোহরাব হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, খায়রুল বাসার শিপলু, মির্জা তাহাজ্জত হোসেন, ইশাবুল ইসলাম মিল্টনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষার্থী, অভিভাবক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে জীবননগর সমাজ সেবা অফিসের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় জীবননগর উপজেলার ২৪ জন রোগীর মাঝে ১২ লাখ টাকা বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

শেয়ার করুন:

Recommended For You